ভ্যাজাইনাল ডিসচার্জের সমস্যায় কষ্ট পাচ্ছেন ? এখুনি খান এই ফলের বীজ !
ভ্যাজাইনাল ডিসচার্জ বা সাদাস্রাবের সমস্যায় অনেক মেয়েরাই ভোগেন। অতিরিক্ত সাদাস্রাবের ফলে শরীরে দূর্বলতা দেখা দেয়। খিদে নষ্ট হয়। মাথা ঘোরা, গায়ে ব্যথা, কখনও হালকা বা অতিরিক্ত পেটে ব্যথাও অনুভব হয়।


ভ্যাজাইনাল ডিসচার্জ বা সাদাস্রাবের সমস্যায় অনেক মেয়েরাই ভোগেন। অতিরিক্ত সাদাস্রাবের ফলে শরীরে দূর্বলতা দেখা দেয়। খিদে নষ্ট হয়। মাথা ঘোরা, গায়ে ব্যথা, কখনও হালকা বা অতিরিক্ত পেটে ব্যথাও অনুভব হয়। পিরিয়ডের মতো অতিরিক্ত সাদাস্রাবও বেশ অস্বস্থির হয়ে দাঁড়ায় কখনও কখনও। তবে এর থেকে মুক্তির উপায় আছে। photo source collected


আপনাকে অতিরিক্ত সাদাস্রাবের থেকে মুক্তি দিতে পারে আমলকি। এই ফলের নানা উপকারিতা রয়েছে। ভিটামিন সি-তে ভরপুর এই ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বক ও চুলের পুষ্টি জোগায়। এছাড়াও হাজারো গুণ। কিন্তু সাদাস্রাবে ঠিক কিভাবে কাজ দেয় আমলকি? photo source collected


আমলকি খালি পেটে খাওয়া খুব ভালো। অতিরিক্ত সাদাস্রাব হলে একটা আমলকি খান। তাছাড়া অন্য একটি চটজলদি আরাম উপকার পাওয়ার উপায় অবশ্য রয়েছে। photo source collected


আমলকির বীজ ফেলে দেবেন না। ছাড়িয়ে নিয়ে মিহি করে গুঁড়ো করে নিন। জলের সঙ্গে মিশিয়ে বা এক চামচ মুখে দিয়ে চিবিয়ে খান। দেখবেন উপকার হাতে নাতে মিলবে। নিয়মিত এই বীজ খেতে পারলে সাদাস্রাবের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি মিলতে পারে। photo source collected