কাঁপিয়ে-দাপিয়ে গ্রীষ্ম চলেই এল! দিনের বেলাতে রোদের তাপে গা পুড়ে যাচ্ছে, রাতেও গরমের কমতি নেই! সামনে আরও লম্বা গরম পড়ে! এখনও তো এপ্রিল-মে-র পচা গরম শুরুই হয়নি! এসি চালিয়ে গরমের হাত থেকে সাময়িক মুক্তি মেলে ঠিকই, কিন্তু এটাই ভাবছেন তো, সারা রাত এসি চললে পকেটের যে করুণ দশা হবে! চিন্তা শিকেয় চলুন! মেনে চলুন ৫টা টিপস, দেখবেন সারা রাত এসি চললেও বিদ্যুতের বিল দেখে মাথায় হাত দিতে হবে না