1/ 5


লটারি তো অনেকেই খেলেন ৷ কিন্তু সবার ভাগ্যে কি আর টাকা জেতা লেখা থাকে ৷ লটারিতে জেতার কোনও গ্যারান্টি নেই ৷ তবে কিছু অঙ্ক এমন আছে ৷ যে পদ্ধতি অবলম্বন করলে লটারিতে কিছু না কিছু জেতা সম্ভব ৷ Representational Image
2/ 5


যে নিয়মগুলি অবলম্বন করলে লটারিতে জেতার সুযোগ থাকে সেগুলি হল, আপনি যে লটারি নম্বরটা বাছতে চান তাতে সবচেয়ে কম নম্বরটা বাছতে পারেন ৷ ১ দিয়ে শুরু করাটাই ভাল ৷ কারণ সমীক্ষা বলছে লটারিতে জেতার সংখ্যার মধ্যে ৬০ শতাংশ ক্ষেত্রেই ১ নম্বরটি থাকে ৷ Representational Image
3/ 5


আপনার লটারির নম্বর বাছার সময় কখনও কখনও পরপর দুটো সংখ্যা রাখতে পারেন। যেমন ৪-৫, ৬-৭, ৮-৯, ৩-৪ Representational Image
4/ 5


সাধারণত দেখা যায়, জেতা লটারির সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা বেশি থাকে। তাই লটারি খেলার আগে বিজোড় সংখ্যাকে গুরুত্ব দিতে পারেন।