1/ 6


কোভিডের দিনে আরও একবার বাড়ছে আয়ুর্বেদ নির্ভরতা। এখনও ভ্যাকসিন আসেনি। কাজেই এখনও প্রতিরোধ বাড়ানোই প্রধান লক্ষ্য চিকিৎসকদের। আয়ুষ মন্ত্রক বলছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আয়ুর্বেদিক পথ্য-খাবারের জুড়ি নেই। এই শীতে রোগভোগ দূরে রাখতে সঙ্গে রাখুন এমনই পাঁচ খাবার।
2/ 6


হলদি দুধ- অ্যান্টি ব্যাকটেরিয়াল, একটি ফাঙ্গাল, অ্যন্টি ভাইরাল। একই অঙ্গে এত রূপ হলুদের। বিশেষজ্ঞরা বলছেন শীতকালীন সর্দিজ্বর থেকে করোনা ভাইরাস, সবটাই দূরে থাকবে এই হলদি দুধের গুণে।
3/ 6


আমলকি-অনেকে জুস খান, অনেকে আবার শুকিয়েও খান। শীতকালে আমলকির জুড়ি নেই। প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে আমলকিতে।
5/ 6


গুড়-গুড়ে রয়েছে সেলেনিয়াম, আয়রন, জিঙ্গের মতো জরুরি উপাদান। রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট। এই কারণেই খুসখুসে কাশি-সর্দিকাশি দূরে রাখে গুড়।