কিছুতেই হেঁচকি থামছে না? বারবার কাউকে স্বপ্নে দেখছেন? প্রচলিত মিথ অনুযায়ী এগুলো ঘটছে মানে আপনার কথা কেউ ভাবছে৷ জেনে নিন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন কেউ আপনাকে মিস করছে৷
2/ 10
২-৩ বার একসঙ্গে হাঁচি হওয়া স্বাভাবিক৷ কিন্তু অনেক সময়ই হয় হাঁচি থামতেই চায় না৷ এশিয়ার অনেক দেশেই মনে করা হয় কেউ আমাদের মনে করলে বার বার হাঁচি হয়৷
3/ 10
অনেক সময়ই কোনও কারণ ছাড়াই কান জ্বালা করে, থুতনি চুলকোয়৷ এমনটা হলেও অনেকে মনে করেন কেউ আমাদের কথা ভাবছে৷
4/ 10
হেঁচকি থামতে চাইছে না কিছুতেই৷ ভারতীয়রা বিশ্বাস করেন ক্রমাগত হেঁচকি ওঠা মানে কেউ আমাদের কথা ভাবছেই৷
5/ 10
খেতে খেতে কি হঠাৎ বিষম খেলেন? বা কোনও অসুবিধা হচ্ছে হঠাৎ খেতে গিয়ে? অনেক বাড়িতেই মনে করা হয় এমনটা হচ্ছে মানে কেউ আমাদের মনে করছে৷
6/ 10
রূপকথার বইতে আমরা সাদা পালকের কথা পড়েছি৷ সাদা পালক খুবই স্পর্শকাতর বিষয়৷ বলা হয় যখন আমাদের মৃত কোনও প্রিয়জনের কথা মনে পড়ে বা কেউ আমাদের মিস করে তখন আমরা হঠাৎই কোনও সাদা পালক খুঁজে পাই৷
7/ 10
মাঝে মাঝেই কি কোনও স্পর্শ অনুভব করেন আপনি? মনে হয় কেউ যেন ছুঁয়ে রয়েছে? প্রিয়জন যখন আমাদের মনে করে বা আমরা কোনও প্রিয়জনকে মিস করি তখন এমন মনে হয়৷
8/ 10
খুব ঠান্ডায় বা ভয় পেলে গায়ে কাঁটা দেয়৷ কিন্তু কখনও কখনও কোনও কারণ ছাড়াই আমরা শিউরে উঠি৷ মনে হয় যেন কেমন শিহরণ হচ্ছে৷ প্রিয়জন আমাদের মনে করলে এমনটা হয়৷
9/ 10
যার সঙ্গে অনেকদিন দেখা হয়নি বা কথা হয়নি এমন কেউ যদি বারবার আপনার স্বপ্নে আসতে থাকে তাহলে মনোবিদরা বলে থাকেন সে আমাদের মনে করছে৷
10/ 10
কখনও আনন্দ হচ্ছে, কখনও দুঃথ৷ কখনও একা থাকতে ভাল লাগছে না , আবার কখনও একাকিত্ব উপভোগ করছেন৷ এভাবে আবেগ ওঠানামা করলে বুঝবেন কোনও কাছের মানুষ আপনাকে মিস করছে৷