

ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি এমনই এক প্ল্যান রয়েছে যেখানে বিনিয়োগে দ্বিগুণ লাভ পাওয়া যেতে পারে ৷ এই প্ল্যানে যেখানে জীবন সরক্ষিত হবে সঙ্গে আয়করে ছাড়ও পাওয়া যাবে ৷ এই পলিসির বিশেষত্ব এই যে মাত্র একবার বিনিয়োগ লাভ জীবনভর ৷ প্রতীকী ছবি ৷


LIC এর জীবন উৎকক্ষ প্ল্যান নন লিক্যুইড, সঞ্চয় ও সুরক্ষা প্রদানকারী প্রকল্প ৷ এই প্রকল্পের বিশেষত্ব এই যে দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় মৃত্যু বা প্রতিবন্ধী হয়ে গেলে সেক্ষেত্রে বিশেষ ছাড় লক্ষ করা যায় ৷ LIC এর জীবন উৎকক্ষ প্রকল্পে মাত্র একাবর প্রিমিয়াম দিতে হবে যা ১০ গুণ কভারেজ দেবে পলিসি হোল্ডারকে ৷ এটি একটি পারস্পরিক প্রকল্প যা ম্যাচিউরিটির পরে লয়েলটি বোনাস দিয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷


এই প্ল্যানটি ১২ বছরে ম্যাচিউ হয়ে যায় এই পলিসির বিশেষত্ব ৷ ১২ বছরের পরে সম্পূর্ণ সুবিধা সহ টাকা ফেরৎ পাওয়া যাবে ৷ এই পলিসিতে বিনিয়োগের ন্যূনতম বয়স ৬ বছর ও সর্বাধিক ৪৭ বছর বয়স ৷ প্রতীকী ছবি ৷


সিঙ্গেল প্রিমিয়ামের উপরেই সাম অ্যাসিওর নির্ভর করে থাকে ৷ পলিসি ম্যাচিউর হলেই সাম অ্যাসিওরের টাকা পাওয়া যায় ৷ ন্যূনতম বেসিক সাম অ্যাসিওর হিসাবে ৭৫ হাজার টাকা পাওয়া যায় ৷ প্রলিসির প্রিমিয়াম নির্ভর করে পলিসি ধারকের বয়সের উপরেই ৷ পলিসি মাচিউরের আগে যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় তবে ১০ গুণ বেশি সুযোগ সুবিধা পাবেন নমিনি ৷ প্রতীকী ছবি ৷