ব্যাঙ্ককের ভাসমান বাজার এবার পাটুলির ঝিলে ৷ কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে ইএম বাইপাস সংলগ্ন একটি জলাশয়ে ভাসমান বাজার তৈরি করছে কেএমডিএ ৷ প্রথমবার এমন বাজার তৈরি হচ্ছে কলকাতার বুকে ৷ যে ঝিলে পাটুলি-বৈষ্ণবঘাটার উপনগরী নিকাশির জল জমা হত সেই ঝিলই এবার সেজে উঠছে নতুন সাজে। Photo: Siddhartha Sarkar
কেএমডিএ-র আধিকারিকরা জানিয়েছেন, ভাসমান বাজারটির ৮০শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ‘ওয়ার্ক অর্ডার’ হয়ে গিয়েছে। ওখানে এখন শেষপর্বের কাজ চলছে। ভাসমান বাজারে ১১৪টি নৌকা থাকবে। প্রতিটি নৌকায় থাকবে দুটি করে দোকান। নৌকাতেই বসবে বাজার ৷ যেখানে মিলবে মাছ থেকে শাক-সবজি সব কিছুই ৷ Photo: Siddhartha Sarkar
২০১৩ সালে ব্যাঙ্ককে বেড়াতে গিয়েছিলেন রাজ্যের পুর ও নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সেখানে এমন ভাসমান বাজার দেখেই কলকাতায় এই বাজার তৈরির পরিকল্পনা করেন তিনি ৷ পাটুলি ঝিলকে নতুন ভাবে সাজিয়ে তোলার চিন্তা শুরু হয়ে যায়। প্রথমে পাটুলি বাজার সম্প্রসারণ নিয়েই কিছুটা সমস্যা পড়েছিল রাজ্যসরকার। এরপর পাটুলি ঝিলকেই বেছে নেওয়া হয় বাজার সম্প্রসারণের কাজে। Photo: Siddhartha Sarkar