

ডিসেম্বরের আগামী কটা দিন শীতের আমেজেই কাটাবে বাংলা। আজও শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাকি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২ থেকে ৪ ডিগ্রি নীচে থাকবে। বড়দিনের পর আরও একটি কনকনে ঠান্ডার ধাক্কা আসতে পারে রাজ্যে।


আগামীকাল থেকে কলকাতাসহ রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়বে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির পাশে পাশে থাকবে। জেলায় জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি থাকবে। কলকাতায় আজ সকালে সামান্য কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলাতে সকালে কুয়াশা পরিষ্কার আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের আট জেলায় আজ শৈত্যপ্রবাহের পরিস্থিতি।পুরুলিয়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণবঙ্গের বাকি সাত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি নীচে থাকবে। জেলাগুলি হল কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি ও বাঁকুড়া। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২ থেকে ৪ ডিগ্রি নিচে থাকবে ।ঝাড়খন্ডেও একই পরিস্থিতি।


কলকাতায় আজ সামান্য বাড়ল তাপমাত্রা। গতকালের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে।গতকাল বিকেলে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫০ থেকে ৯৭ শতাংশ।


কলকাতায় আজ সকালে সামান্য কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলাতে সকালে কুয়াশা পরিষ্কার আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের আট জেলায় আজ শৈত্যপ্রবাহের পরিস্থিতি।পুরুলিয়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণবঙ্গের বাকি সাত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি নীচে থাকবে। জেলাগুলি হল কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি ও বাঁকুড়া। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২ থেকে ৪ ডিগ্রি নিচে থাকবে ।ঝাড়খন্ডেও একই পরিস্থিতি।


২৪ ডিসেম্বর নতুন করে একটি পশ্চিমী ঝঞ্জা আসবে জম্মু ও কাশ্মীরে। এর প্রভাবে আবহাওয়া পরিবর্তন হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। সপ্তাহান্তে জম্মু কাশ্মীর লাদাখ মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ বৃষ্টিপাত ও তুষার পাতের সম্ভাবনা।উত্তর-পশ্চিম ভারতের সেই শীতল হাওয়া এসে বছরের শেষে আরো একটি কনকনে ঠান্ডার স্পেল আনতে পারে বাংলায়। অনুমান আবহাওয়াবিদদের।


আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা কিছুটা বাড়বে ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আগামী দু-তিন দিনে।পশ্চিম ভারতে আগামী ৪৮ ঘণ্টায় কোন পরিবর্তন হবে না তাপমাত্রায় পরবর্তী তিনদিনের 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে আগামী দু তিন দিনে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ থাকবে পূর্ব উত্তর প্রদেশ ও বিহারে। পশ্চিম উত্তর প্রদেশ ও বিহারে কোন পরিস্থিতি থাকবে।উড়িষ্যাতে আগামী 48 ঘণ্টায় শৈত্যপ্রবাহের সর্তকতা। বৃহস্পতিবার ঘন কুয়াশার চরম সর্তকতা দিল্লিতে।হরিয়ানা চন্ডিগড় দিল্লি এবং উত্তরপ্রদেশে। ঘন কুয়াশা থাকবে ২৫ ডিসেম্বর, বড়দিন পর্যন্ত। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। পুবালি হাওয়ার প্রভাব রয়েছে দক্ষিণ ভারতে। করাইকাল লাক্ষাদ্বীপে বৃষ্টির পূর্বাভাস।