

গতকাল অর্থাৎ শনিবারই জানা গিয়েছে নির্বাচন কমিশনের নয়া ভোটার লিস্টে এ রাজ্যের ভোটার হিসেবে ঠাঁই পেয়েছেন মুকুল রায়। হঠাৎ কেন দিল্লি থেকে কলকাতায়! তাহলে কি ভোটে দাঁড়াবেন ফের? জল্পনায় জল ঢেলে শ্রী রায় অবশ্য জানাচ্ছেন, আর কখনওই ভোটে দাঁড়াতে চান না তিনি।


তবে কেন রাজ্যে ফেরা ভোটার হিসেবে? রাজনৈতিক মহলের ব্যখ্যা, পঞ্চায়েত থেকে লোকসভা, বারংবার কমিশনে অভিযোগ জানিয়ে তৃণমূল বলেছে,তিনি দিল্লির ভোটার। তিনি কেন এই রাজ্যের নির্বাচনে নাক গলাবেন? প্রশ্নের মূলটাতেই এবার কুঠারাঘাত করতে মুকুলের তৎপরতা।


অবশ্য দলবদলের মতো ভোটার ঠিকানা বদলও মুকুল রায়ের কাছে জলভাত। জীবনের প্রথম পরিচয় পত্র হয় তাঁর নিজের গড় বীজপুরে। এরপর তৃণমূলের সঙ্গে জড়িয়ে পড়ার পর, তোপসিয়ার ঠিকানায় ভোটার আইডি নেন মুকুল রায়।


সেখান থেকেই সোজা দিল্লি। ২০১৭ সাল থেকে তিনি খাতায় কলমে বিজেপিরই নাগরিক। অতঃপর এই তৎপরতা যুদ্ধের ময়দানে তৃণমূল যাতে তাকেও বহিরাগত বলতে না পারে।