আরও পাঁচ-ছয় দিন বৃষ্টির সম্ভাবনা নেই। গরম পশ্চিমী হাওয়ায় রীতিমতো লু-এর পরিস্থিতি করবে বাংলায়। দক্ষিণবঙ্গে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চরম দাবদাহে তাপপ্রবাহের পরিস্থিতি সপ্তাহান্তে।
2/ 6
পয়লা এপ্রিল কলকাতাতে বৃষ্টি হয়েছিল তারপর দিন ছিঁটে-ফোঁটা। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কার্যত ১৫ দিনের বেশি স্পেল বৃষ্টি ছাড়া এপ্রিলে।
3/ 6
আজ থেকে দ্বিতীয় স্পেলে তাপমাত্রা বাড়তে শুরু করল। আগামী তিন-চার দিন তাপমাত্রা ক্রমশও বাড়বে। পশ্চিমের জেলায় ৪০ পেরিয়ে যেতে পারে তাপমাত্রা। এপ্রিলে তাপমাত্রা ৪০ এ নতুন কোনও ঘটনা নয়।
4/ 6
পশ্চিমের শুকনো বাতাস চিন্তার কারণ। সবজি চাষ ও স্বাস্থ্য ক্ষেত্রে প্রভাব পড়বে। সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত বাইরে রোদে না থাকার পরামর্শ আবহাওয়াবিদদের।
5/ 6
মার্চ, এপ্রিল, মে, এই তিন মাসের সামগ্রিক আবহাওয়ার রিপোর্টে গড় তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
6/ 6
এবারের বর্ষায় বৃষ্টিপাত স্বাভাবিক হবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। গড় বৃষ্টিপাত ৯৬ শতাংশ হতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের।
Weather Update: পশ্চিমের বাতাস লু-এর মতো বইবে, আগামী চার-পাঁচ দিন ১১টা থেকে ৪টে সাবধানে থাকার নির্দেশ
পয়লা এপ্রিল কলকাতাতে বৃষ্টি হয়েছিল তারপর দিন ছিঁটে-ফোঁটা। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কার্যত ১৫ দিনের বেশি স্পেল বৃষ্টি ছাড়া এপ্রিলে।
Weather Update: পশ্চিমের বাতাস লু-এর মতো বইবে, আগামী চার-পাঁচ দিন ১১টা থেকে ৪টে সাবধানে থাকার নির্দেশ
আজ থেকে দ্বিতীয় স্পেলে তাপমাত্রা বাড়তে শুরু করল। আগামী তিন-চার দিন তাপমাত্রা ক্রমশও বাড়বে। পশ্চিমের জেলায় ৪০ পেরিয়ে যেতে পারে তাপমাত্রা। এপ্রিলে তাপমাত্রা ৪০ এ নতুন কোনও ঘটনা নয়।