পারদ যত চড়ছে, অসহনীয় হয়ে উঠছে গরম৷ দক্ষিণবঙ্গে মানুষের কষ্ট সীমা ছাড়াচ্ছে প্রতিনিয়ত৷ চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে বঙ্গবাসী৷ বিগত কয়েকদিনের গরম যেন সহ্যের সব সীমা ছাড়িয়েছে৷ গত এক সপ্তাহ ধরে বৃষ্টির চিহ্ন মাত্র নেই৷ উত্তরে প্রবল বৃষ্টি আর দক্ষিণে চরম অস্বস্তি। মৌসুমী অক্ষরেখার অগ্রগতির আপাতত সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তি থাকবে শুক্রবার পর্যন্ত। শুক্রবার থেকে বুধবার উত্তরবঙ্গেই আটকে বর্ষা। অনুকূল পরিস্থিতির অভাব। দক্ষিণবঙ্গে বর্ষার এখনও কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷