মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে। মৌসুমী অক্ষরেখা ভাবনগর, দুর্গ কলিঙ্গপত্তনম হয়ে একেবারে হলদিয়া, বর্ধমানের ওপর দিয়ে দুমকা থেকে মোতিহারি পর্যন্ত বিস্তৃত। আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশ ঝাড়খন্ড এবং বিহার-সহ পূর্ব ভারতের বেশিরভাগ অংশেই ঢুকে পড়বে মৌসুমী বায়ু। Representative Image
আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মূলত মেঘলা আকাশ। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ এবং বীরভূমের দু-এক জায়গাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আজ, সোমবারের পর বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। Representative Image