দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবার সকালে এটি নিম্নচাপে পরিণত হবে। বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের নাম ‘মোকা’। আর এই নামকরণ করেছে ইয়েমেন। অধিকাংশ মডেল এই ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল বাংলাদেশ ও মায়ানমার সংলগ্ন উপকূল বলে জানালেও ভারতের মৌসম ভবন এখনও তার গতিপথ সুনিশ্চিত করেনি।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এরপর বুধ বৃহস্পতিবার পর্যন্ত আর কোনও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। ক্রমশ বাড়বে তাপমাত্রা। মোকার জন্য পরোক্ষভাবে হাওয়ার গতিপথ পরিবর্তন হবে। মঙ্গলবার থেকে সেই পরিবর্তন অনুভব করা যাবে। উত্তর-পশ্চিমের শুকনো বাতাস বেশি করে প্রভাব বিস্তার করবে।
দক্ষিণের বা সাগর থেকে বাতাস না আসায় জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা কমে যাবে। তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। কলকাতায় তাপমাত্রা মঙ্গল ও বুধবার ৩৯ ডিগ্রি ছুঁতে পারে। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পারদ ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে। তবে আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী কয়েক দিন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে আবহাওয়ার পরিবর্তন। আজ থেকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এই তিন জেলাতে। ক্রমশ বাড়বে তাপমাত্রা।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ঘূর্নাবর্ত রয়েছে রাজস্থান এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু উপকূলে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশে শিলাবৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পঞ্জাব, জম্মু কাশ্মীর, সিকিম, গুজরাত, তামিলনাডু পণ্ডিচেরি, করাইকাল, কেরল, মাহে ও কর্নাটকে।