West Bengal Weather Update: রাতের তাপমাত্রা আরও বাড়ল কলকাতায়। দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে রাতের তাপমাত্রা বাড়ল আংশিক মেঘলা আকাশের কারণে। উত্তরবঙ্গে বৃষ্টি এবং হালকা কুয়াশা। আগামী চার, পাঁচ দিন রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। দিনের বেলা গরম অনুভূত হবে।
উত্তরবঙ্গে বৃষ্টি ও হালকা কুয়াশার সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল বেশি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা। গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি তাপমাত্রা । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সঙ্গে তুষারপাতের সম্ভাবনা জম্মু ও কাশ্মীর লাদাখ মুজাফফরাবাদ হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডে। পরবর্তী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ উত্তরাখন্ড সহ উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পাঞ্জাব ও সংলগ্ন এলাকায়। হরিয়ানাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা।
সাউথ ওয়েস্টার্লি উইন্ডের প্রভাবে আগামী 5 দিন হালকা মাঝারি বৃষ্টি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং আগামী তিন দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে। শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে। আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড, মনিপুর এবং সিকিমে।