জুন মাসে বৃষ্টির ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে। জুলাই মাসেও সেই ঘাটতি পূরণ তো হলোই না বরং ঘাটতি বেড়ে দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে ৫০ শতাংশ বৃষ্টির ঘাটতি। উত্তরবঙ্গে সারপ্লাস বৃষ্টি ছিল ৫০ শতাংশ জুন মাসে। জুলাই মাসে নতুন করে আর ভারী বৃষ্টি হয়নি উত্তরবঙ্গে। এর ফলে উত্তরবঙ্গে সারপ্লাস বৃষ্টির পরিমাণ কমে ২৫ শতাংশ।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টি নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতায়। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।