সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ। জার জেরে কলকাতার তাপমাত্রা সামান্য কমল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। (তথ্য- বিশ্বজিৎ সাহা)
ঝাড়খণ্ডে দমকা হাওয়া আর ওড়িশাতে ঘূর্ণাবর্ত। এর ফলে ঝাড়খন্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার ও শুক্রবার এই রাজ্যের পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ এই বৃষ্টি হতে পারে পাঁচ/ ছয় জেলায়।
উত্তরবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। তারপর শনিবার থেকে শুষ্ক আবহাওয়া। সিকিম ও অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের বিহার সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে। কারণ আগামী দুদিনে বিহারের তাপমাত্রা বেশ কিছুটা কমবে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা। গতকাল ও এই তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৬ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ২২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। উত্তর প্রদেশের পূর্ব অংশ বিহার, ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে। এছাড়াও ওড়িশা, মধ্যপ্রদেশ ও ছত্তীশগড় এলাকায় শুক্রবার পর্যন্ত, ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আগামী রবিবার পর্যন্ত অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয় রাজ্যে।
তাপমাত্রা ক্রমশ বাড়বে দেশজুড়ে ইতিমধ্যেই হিট ওয়েভ বা তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে কঙ্কন ও গোয়া এলাকায়। আগামী ২৪ ঘন্টার জন্য এই সতর্কবার্তা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস। গুজরাতে শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা অন্তত তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। মধ্য ভারতের বিভিন্ন রাজ্য এবং মহারাষ্ট্রে শুক্রবারের মধ্যে চার থেকে ছয় ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তেলেঙ্গানাতে তাপমাত্রা বাড়বে শুক্রবার থেকে রবিবারের মধ্যে অন্তত ৬ ডিগ্রি সেলসিয়াস। (তথ্য- বিশ্বজিৎ সাহা)