ভারী বৃষ্টির পূর্বাভাস সিকিম এবং উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনি ও রবিবার গরম বাড়বে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বাকি জেলায় এই দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতায় আজ, শনিবার আংশিক মেঘলা আকাশ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়বে।
আজ, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি নীচে। গতকাল, শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি নীচে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯৩ শতাংশ।