আজ, বৃহস্পতিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ দুপুরের পর দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বেলা বাড়লে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। আজকে সকালের তাপমাত্রা সর্বনিম্ন ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ১° বেশি। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৮৮ শতাংশ। বৃষ্টি হয়নি। Representative Image
আপাতত ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা এই নিম্নচাপ সে দিকেই নজর আবহাওয়াবিদদের। ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের জন্য সতর্কবার্তা রয়েছে ৷ আগামী কয়েকদিন ভারী বৃষ্টি ও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইবার সম্ভাবনা রয়েছে। Representative Image