আজও রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী ৪৮ ঘণ্টা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস। বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে। দিনের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত আলিপুর আওয়া দফতরের।
সপ্তাহান্তে ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গের জেলায়। উত্তরবঙ্গে আজও হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামিকাল, বৃহস্পতিবার বৃষ্টি কমলেও শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ ৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বেলা বাড়লে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯২ শতাংশ। বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায় ৫.৮ মিলিমিটার।