আজ, বুধবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। বৃষ্টি চলবে উত্তরেও। কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা। আগামী ১-২ ঘণ্টার মধ্যে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলায় ৷ সঙ্গে বৃষ্টির পূ্র্বাভাসও রয়েছে ৷ Representative Image
আজ, বুধবার থেকে শনিবারের মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। হতে পারে কালবৈশাখী।উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আজ, বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে একদিকে তাপপ্রবাহ অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। বিকেল বা সন্ধ্যের দিকে বিক্ষিপ্তভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। হতে পারে কালবৈশাখীও। Representative Image
কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে আরও ২৪ ঘণ্টা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। Representative Image
তাপমাত্রা ৪২/৪৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এই জেলাগুলিতে। বৃষ্টি হলে কমতে পারে তাপমাত্রা। সরতে পারে তাপপ্রবাহ ৷কলকাতায় আজ, বুধবার আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা । আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। আর বিকেল বা সন্ধ্যের দিকে দমকা হাওয়া, হতে পারে কালবৈশাখী। আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৮৬ শতাংশ। Representative Image