আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে। সেখান থেকেই একটি অক্ষরেখা উত্তর পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। আর তারই জেরে বাংলায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই। আরও চার থেকে পাঁচদিন দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে।