বঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা (West Bengal Weather)। বুধবার উত্তরবঙ্গে ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা। দার্জিলিংয়ের উপরের অংশে আবারও তুষারপাতের সম্ভাবনা। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং পূবালী হাওয়ার সংঘাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যে। আগামী ২৪ ঘন্টা বজায় থাকবে শীতের আমেজ।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার। সকালে হালকা কুয়াশা থাকলেও দিনভর শুষ্ক আবহাওয়া। মঙ্গলবার এর পর আবহাওয়ার পরিবর্তন। বুধবারে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। বৃহস্পতিবার কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবচেয়ে রাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও পূর্ব দিকের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিংয়ের কিছু এলাকা যেমন সান্দাকাফু, ধোত্রে, ফালুট, চটকপুরের মত জায়গাতে হালকা তুষারপাত , হতে পারে গ্রাউন্ড ফ্রস্ট। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি চলবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে উপরের পাঁচ জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টি চলবে তার পরেও।