#কলকাতা: আজ সকালের দিকে আকাশের মুখভার থাকলেও বেলা বাড়তেই সূর্য ঝকঝক করছে৷ আর তার তাপে একেবারে নাজেহাল কলকাতাবাসী৷ সোমবার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। বৃষ্টির সম্ভবনা অবশ্য কলকাতায় প্রায় নেই বললেই চলে৷ সন্ধ্যার দিকে ইতঃস্তত -বিক্ষিপ্ত বৃষ্টি কিছু জায়গায় হলেও হতে পারে৷ Photo- Representative
আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিকে সোমবার তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও ফিল লাইক তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মতো লাগছে৷ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৭১-৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৪.২ মিলিমিটার। Photo- Representative