জুন মাসে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে কিছুটা দেরিতে ঢুকেছিল। যদিও আন্দামান আর সাগরে ছয় দিন আগে এবং কেরলে তিন দিন আগে বর্ষা প্রবেশ করেছিল। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গেও চারদিন আগে প্রবেশ করে যায় নির্ধারিত দিনের। কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে গিয়েই থমকে দাঁড়ায় বর্ষা। নির্ধারিত দিন অর্থাৎ কলকাতায় ১১ জুন বর্ষা প্রবেশ করে। কিন্তু তার ছদিন পর ১৭ জুন কলকাতায় বর্ষা অর্থাৎ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে।