উত্তরে প্রবল বৃষ্টি আর দক্ষিণে চরম অস্বস্তি। মৌসুমী অক্ষরেখার অগ্রগতির আপাতত সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তি থাকবে শুক্রবার পর্যন্ত। তাপমাত্রা পরিবর্তন না হলেও ফিল লাইক টেম্পারেচার অনেকটাই বেশি অনুভূত হবে। এদিকে থমকে আছে মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে ঢুকেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। Story: Biswajit Saha
মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য অতিক্রম করে উত্তরবঙ্গে থমকে আছে। দক্ষিণবঙ্গে কোনও সহযোগী সিস্টেম নেই। শুক্রবার থেকে বুধবার উত্তরবঙ্গেই আটকে বর্ষা। অনুকূল পরিস্থিতির অভাব। দক্ষিণবঙ্গে বর্ষার এখনও কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহারে এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। Representative Image
শুক্রবারের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। আজ, বৃহস্পতিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা সামান্য। আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে। বেলা ১১টা থেকে তিনটে পর্যন্ত অস্বস্তি বেশি হবে। আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি কলকাতায়। Representative Image
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরেও মাঝারি থেকে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ বুধবার থেকে এই বৃষ্টি আরও বাড়তে পারে। আগামী চার পাঁচ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এবং সিকিমে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। Representative Image
স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বেশি। বৃহস্পতিবার নাগাদ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার নাগাদ ঝাড়খন্ড, ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে। বাড়তে পারে সামান্য তাপমাত্রা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু শুক্রবার থেকে একই অবস্থানে রয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ির ওপর শুক্রবার থেকে রয়েছে । Representative Image