উত্তরবঙ্গেও গতকাল, মঙ্গলবার থেকে হাওয়া বদল হয়েছে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি আর হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার ও বুধবার এই দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে এই পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আজ, বুধবার থেকে শুক্রবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বলতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতে।