‘মোকা’র পরোক্ষ প্রভাব পড়বে এরাজ্যে। ঘূর্ণিঝড় ‘মোকা’ শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় মোকা দিক পরিবর্তন করে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে যাবে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলার মৎস্যজীবীদের তাই সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন, তাদের আজ, বৃহস্পতিবার বিকেলের মধ্যে উপকূলে ফিরতে নির্দেশ আবহাওয়া দফতরের। কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। জলীয় বাষ্প কমে শুষ্ক আবহাওয়া। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আজ, বৃহস্পতিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতার বাতাসে গত ২৪ ঘন্টায় জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩২ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
১১ মে বৃহস্পতিবার: দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। গরম অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ৷
১২ মে শুক্রবার: দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। তাপ প্রবাহের সতর্কবার্তা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়া জেলায়। বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। গরম ও অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে।
শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হবে এবং শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। উপকূলের জেলাগুলিতে হালকা বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।