উত্তর প্রায়ই বৃষ্টিতে ভিজছে। কিন্তু দক্ষিণবঙ্গে দেখা নেই বৃষ্টির। এমনকী এপ্রিলের শেষ হতে চললেও, এখনও কালবৈশাখীও আসেনি একটি। (West Bengal Weather Update)
তবে এরই মধ্যে আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা।
4/ 7
পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত। উত্তর-দক্ষিণ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্রিশগড় পর্যন্ত। এই দুই সিস্টেমের টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।
5/ 7
শুক্রবার পর্যন্ত অনুকূল পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ-বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
6/ 7
কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে বিক্ষিপ্তভাবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
7/ 7
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, তবে পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। জানিয়েছেন, আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস।