ঝাড়খণ্ড ও ওড়িশাতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এর ফলে ঝাড়খণ্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বুধবার পুরুলিয়াতে এবং বৃহস্পতি ও শুক্রবার পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টি দু এক জায়গায় সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন আবহবিদরা।
বাঁকুড়া জেলায় এদিন তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। হুগলির মগড়াতে তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের কলাইকুন্ডাই ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়াতে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়া শহরে তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুর শহরে সর্বোচ্চ তাপমাত্রায় এদিন রেকর্ড হয় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান শহরে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।