দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলে জলীয়বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামিকাল, বুধবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সর্তকতা।
ওড়িশা ও অন্ধ্র উপকূলে তৈরি হবে নিম্নচাপ। উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। বিহার, উত্তরবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত।
মৌসুমী অক্ষরেখা সক্রিয় বঙ্গে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।
ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত। আজ, মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ । বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস । গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৮ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।