*শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা উপকূলে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এই উপকূলের চার জেলায় শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টি থাকবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়। রবিবার থেকে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
*আগামী ৪৮ ঘন্টা কুয়াশার দাপট থাকবে রাজ্যে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। তবে বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। ফাইল ছবি।
*উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে কাল থেকে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতিবার হালকা বৃষ্টি। শুক্রবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং জেলার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও শুক্র ও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস। ফাইল ছবি।
*দক্ষিণ ভারতের ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী তিনদিন বৃষ্টি হতে পারে তামিলনাডু, কেরল ও সংলগ্ন এলাকায়। ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু, পুদুচেরি, করাইকাল, অন্ধ্রপ্রদেশের কিছু অংশে। বৃহস্পতি শুক্রবার নাগাদ বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। হালকা বৃষ্টি হবে অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড-সহ ত্রিপুরাতে। ফাইল ছবি।
*আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আগামী দু'দিন ঘন কুয়াশার দাপট থাকবে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার ও ওড়িশাতে। শীতল দিনের সম্ভাবনা আগামী ২৪ ঘন্টায় পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে। শীতল দিনের পূর্বাভাস মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ রাজস্থানেও। ফাইল ছবি।