উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এর হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। বৃষ্টি বাড়তে পারে রবি সোমবার। ইতিমধ্যেই গত দু-সপ্তাহ গরমে বাঙালির (West Bengal Weather Forecast) প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। তবে অবশেষে এসেছে সুখবর। আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির (West Bengal Weather Update) সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। প্রতীকী ছবি।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদের বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। পুবালি হাওয়ায় বাড়ছে জলীয় বাষ্পও। ফলে গরম ও অস্বস্তি বাড়বেই। এতদিন শুষ্ক ও গরম আবহাওয়া (West Bengal Weather Forecast) ছিল। জলীয় বাষ্প বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। প্রতীকী ছবি।
তবে পাশাপাশি বাড়বে তাপমাত্রার পারদ (West Bengal Weather Forecast) । পাল্লা দিয়ে বাতাসে বাড়বে আর্দ্রতা। সেই কারণে ভালোরকম অস্বস্তি বোধ হবে। তবে বিকেলের দিকে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৫° সেলসিয়াস এবং ২৫°সেলসিয়াস। প্রতীকী ছবি।