ভারী বৃষ্টি শনিবার পর্যন্ত, ভাসবে উত্তরবঙ্গ! হাওয়া অফিসের পূর্বাভাস
মহারাষ্ট্র থেকে সিকিম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত এই নিম্নচাপ অক্ষরেখা। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে নিম্নচাপ পশ্চিমে সরে ছত্তীসগড়ের উপর অবস্থান করছে।


অতি ভারী বৃষ্টি আরও দুদিন চলবে উত্তরবঙ্গে। এছাড়া ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। এর জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস ও নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুত্ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গেও। বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।


মহারাষ্ট্র থেকে সিকিম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত এই নিম্নচাপ অক্ষরেখা। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে নিম্নচাপ পশ্চিমে সরে ছত্তীসগড়ের উপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখার এই নিম্নচাপের এলাকা দিয়ে যাওয়ায় তা আরও শক্তিশালী হয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আজ ও কাল অতিবৃষ্টির কমলা সর্তকতা। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সর্তকতা। শুক্র ও শনিবার এও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে।


কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ প্রধানত মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২৫.৩ মিলিমিটার। মৌসুমী অক্ষরেখা ভিলওয়ারা থেকে ছত্তীসগড় নিম্নচাপ এলাকার ওপর দিয়ে ওড়িশা বারিপদা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত।