Home » Photo » kolkata » West Bengal Latest Rain Forecast|| স্বস্তির খবর! ৪৮ ঘণ্টায় আমূল বদলাবে আবহাওয়া! দক্ষিণের কোন কোন জেলায় বৃষ্টি হবে? জানুন...
West Bengal Latest Rain Forecast|| স্বস্তির খবর! ৪৮ ঘণ্টায় আমূল বদলাবে আবহাওয়া! দক্ষিণের কোন কোন জেলায় বৃষ্টি হবে? জানুন...
West Bengal Latest Rain Forecast, Kolkata Rain Forecast: হাওয়া অফিসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে বদলাতে শুরু করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া। দক্ষিণ-পশ্চিমে হওয়ার বদলে দক্ষিণ-পূর্ব হাওয়ার প্রভাব বাড়বে।
*তাপমাত্রা বেড়েই চলেছে দিন দিন। এক ফোঁটা বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে বসে রয়েছে মানুষ। এমতাবস্থায় দেরী হলেও আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
2/ 11
*হাওয়া অফিসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে বদলাতে শুরু করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া। দক্ষিণ-পশ্চিমে হওয়ার বদলে দক্ষিণ-পূর্ব হাওয়ার প্রভাব বাড়বে। তাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। প্রতীকী ছবি।
3/ 11
*তবে, শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের একাধিক জেলায়। প্রতীকী ছবি।
4/ 11
*বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম...এই সাত জেলায়। প্রতীকী ছবি।
5/ 11
*শুক্র ও শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম-এই চার জেলাতে। প্রতীকী ছবি।
6/ 11
*আর্দ্রতা নেই। হাওয়া ওপর থেকে নিচের দিকে নামছে, তাই হিট ওয়েভ। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, এমন পরিস্থিতি খুব কম তৈরি হয়। প্রতীকী ছবি।
7/ 11
*এর থেকেও বেশি তাপমাত্রার রেকর্ড আছে। কিন্তু একসঙ্গে ১২-১৩ জেলায় একসঙ্গে হিট ওয়েভ সেটা আগে কম দেখা গেছে, এটাই বৈশিষ্ঠ্য এই বছর। প্রতীকী ছবি।
8/ 11
*দক্ষিণ-পশ্চিমে হওয়ার বদলে দক্ষিণ-পূর্ব হাওয়ার প্রভাব বাড়বে শুক্রবার থেকে। আবহাওয়ার পরিবর্তন হবে। আংশিক মেঘে ধাকবে আকাশ। প্রতীকী ছবি।
9/ 11
*শনিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা দক্ষিণের বেশ কিছু জেলাতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় হওয়ার সম্ভাবনা কয়েকটি জেলায়। প্রতীকী ছবি।
10/ 11
*রবি ও সোমবার ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির শিলা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। হতে পারে কালবৈশাখী। প্রতীকী ছবি।
11/ 11
*উত্তরবঙ্গে ওপরের দিকের পাঁচ জেলায় অবশ্য বৃষ্টি চলবে। মালদহ- সহ দুই দিনাজপুরে আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে। প্রতীকী ছবি।