

একইসঙ্গে নামল দিন ও রাতের তাপমাত্রা। রাজ্যজুড়ে শীতের আমেজ শুরু। আবহাওয়াবিদরা বলছেন আরও তিন-চার দিন থাকবে এই শীতের স্পেল। আগামিকাল থেকে আরও নামবে পারদ। কলকাতায় ১৭ ডিগ্রির আশেপাশে আর জেলায় ১৫ ডিগ্রির নিচে নামবে সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।


শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় নেমেছিল প্রায় ৭ ডিগ্রি। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ও নামল আড়াই ডিগ্রি। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা নামায় শীতের আমেজ কলকাতা থেকে জেলায়। কলকাতায় আজও আংশিক মেঘলা আকাশ।


আগামিকাল থেকে মেঘমুক্ত আকাশে পারদ নামবে হু হু করে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রি নিচে নেমে যায় ২৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে জলীয়বাষ্পের পরিমাণ একই রয়েছে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮ থেকে ৯৮ শতাংশ।


পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী মঙ্গল ও বুধবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ-সহ উত্তর-পশ্চিমের বেশ কিছু এলাকায়। এর প্রভাবে তাপমাত্রা কমবে মধ্য ভারতের রাজ্যগুলিতে। আগামী কয়েকদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলি তে তাপমাত্রা নামবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস।


ওড়িশায় রয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েক দিন ঘন কুয়াশা থাকবে ওড়িশায়। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশকিছু জেলাতে। ওড়িশার সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার প্রভাব বেশি থাকবে। ঘন কুয়াশা হবে অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও।


দক্ষিণ-পশ্চিম আরব সাগরে রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা। এই সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিমে এগিয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে এবং ক্রমশ এটি ভারত মহাসাগরে প্রভাব বিস্তার করবে। ভারত মহাসাগর ও দক্ষিণ বঙ্গোপসাগরে কি নিম্নচাপ তৈরি হবে আগামী ২৪ ঘণ্টায়। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে পৌঁছবে বুধবার নাগাদ।


এই দুই নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ু উপকূলে সোমবার থেকেই ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার পরিমাণ বেড়ে ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে মঙ্গল ও বুধবার তামিলনাডু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। মৎস্যজীবীদের ওই এলাকায় সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।


এই সিস্টেমের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তামিলনাড়ুতে। রবি ও সোমবার আন্দামান নিকোবরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টি শুরু তামিলনাড়ু ও পন্ডিচেরি তে। মঙ্গল ও বুধবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তামিলনাডু এবং পন্ডিচেরিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ সহ সংলগ্ন এলাকায়।