#কলকাতা: কলকাতায় আজ বুধবারও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরমের জ্বালা থেকে এখনও পুরোপুরি মুক্তি নেই৷ বেলা বাড়লে তাপমাত্রার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। দুপুর ও সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Photo- Representative
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনুকূল পরিবেশ রয়েছে। রবিবার নির্ধারিত সময়ের ৩দিন আগে ভারতের মূল ভূখণ্ড কেরালায় ঢুকে পড়েছে বর্ষা । কেরলে ভারতের মূল ভূখণ্ড হিসেবে বর্ষা প্রবেশের নির্ধারিত সূচি ১ জুন। তার আগেই হচ্ছে বৃষ্টি৷ মৌসুমী বায়ুর প্রভাবে আগামী দুই-তিন দিনে কর্ণাটক এবং তামিলনাডুর কিছু অংশে ঢুকে পড়বে বর্ষা। আরব সাগরের আরও কিছু অংশে এবং দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের আরও বেশি অংশেই ঢুকবে বর্ষা। Photo- Representative
আগামী তিন দিনে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে। মৌসুমী বায়ু কেরালা, তামিলনাড়ু ,কর্ণাটক ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে, এমন পূর্বাভাস। বুধবার থেকে অসম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। Photo- Representative