

সামনের সপ্তাহে তাপমাত্রা বাড়বে বাংলায়। জমিয়ে শীতের পরিস্থিতি কিছুটা কমবে। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় উধাও হবে ঠাণ্ডা। আপাতত ২-৩ দিন তাপমাত্রা কিছুটা কমতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে যাবে উত্তুরে হাওয়া। বঙ্গোপসাগর থেকে পুবালি হাওয়ার প্রভাব বাড়বে।


আরও দুদিন জমিয়ে শীতের পরিস্থিতি রাজ্যে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক হলেও জেলায় জেলায় স্বাভাবিক এর নিচেই তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় একই পরিস্থিতি বজায় থাকবে। সামান্য নামতে পারে পারদ। আগামী সপ্তাহে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।


কলকাতায় আজ সকালে সামান্য কুয়াশা পরে পরিষ্কার হয় আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে সামান্য কম যা স্বাভাবিক তাপমাত্রা । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৯৫ শতাংশ। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই রাজ্যে।


পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিমে শীতল হাওয়ায় বাধা। বঙ্গোপসাগর থেকে পূবালী হওয়ার প্রভাব বাড়ছে তাই জাঁকিয়ে শীত এর পরিস্থিতি কমছে বাংলায়। আগামী সপ্তাহে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। যার ফলে রাতে ও সকালে শীত ভাব থাকলেও দিনের বেলায় তা উধাও হবে ঠাণ্ডা।


পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে উত্তর পশ্চিম ভারতে, এছাড়াও ঘূর্ণাবর্ত হয়েছে রাজস্থানের উপর। এর প্রভাবে আগামী কয়েকদিন জম্মু কাশ্মীর, লাদাখ, পঞ্জাব, দিল্লি-সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিও তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে দক্ষিণ-পশ্চিমের পূবালী হওয়ার সংঘাতে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে।


আগামী ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের সতর্কতা। কোল্ড ডে পরিস্থিতি দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে। রবিবার থেকে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা। সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা পঞ্জাবে। সোমবার ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরবাদে।