

উত্তরবঙ্গে হালকা বৃষ্টি, দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের পারদ নামলেও দক্ষিণবঙ্গে আপাতত পারদ নামার কোন লক্ষণ নেই। দিন ও রাতে স্বাভাবিকের উপরেই থাকবে কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় কিছুটা শীতের আমেজ থাকলেও কলকাতায় কার্যত শীতের আমেজ উধাও দিনের বেলায়।


আজ ও কাল উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি। উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে ঘন কুয়াশার সর্তকতা। সিকিম ও সংলগ্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে তাপমাত্রা নামবে উত্তরবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই এই আবহাওয়ার পরিবর্তন।


দক্ষিণবঙ্গে আগামী দু-তিন দিন ঘন কুয়াশার সর্তকতা। বিশেষ করে বিহার, ঝাড়খন্ড, ওড়িশা সংলগ্ন জেলা এবং উপকূলের জেলায় ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে। তাপমাত্রা কমার লক্ষণ আপাতত নেই দক্ষিণবঙ্গে। কার্যত শীতের আমেজ উধাও হবে কলকাতা সহ সংলগ্ন এলাকায়। রাতে কিছুটা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে আদ্রতা জনিত অস্বস্তি ও হতে পারে কিছু এলাকায়।


কলকাতায় আজ মেঘ মুক্ত আকাশ। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা। সকালের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ডিগ্রি উপরে ছিল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৬ থেকে ৯৮ শতাংশ।


শুক্রবার এর পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে উত্তরবঙ্গ সিকিমের ওপর দিয়ে পাস করছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার নতুন করে সোমবার ঢুকবে জম্মু-কাশ্মীরে। এর প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরনগর-সহ হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সোম ও মঙ্গলবারে।


ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং বিহারে। ঘূর্ণিঝড় বুড়েভি শক্তি হারিয়ে গালফ অফ মানারে অবস্থান করছে নিম্নচাপ রূপে। এর প্রভাবে আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস তামিলনাডু, কেরল, পুদুচেরি ও মাহে-তে। আগামীকাল লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টির সর্তকতা। আজ ও কাল ভারী বৃষ্টি হবে তামিলনাডু, কেরলে। মৎস্যজীবীদের আজও তামিলনাডু কেরল উপকূলের যেতে নিষেধ করা হয়েছে।