

দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি। হালকা বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় কুয়াশা থাকবে সকালের দিকে। কিছু জায়গায় দৃশ্যমানতা অনেকটাই নেমে যাবে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ।


আগামী দু'তিন দিনে সামান্য কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। তবে স্বাভাবিকের উপরেই থাকবে পারদ। দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সপ্তাহান্তে আবারও চড়বে পারদ। শনি ও রবিবার দিনের তাপমাত্রা অনেকটাই বাড়বে।


আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, এ হালকা বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু অংশে।


আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সকালের দিকে কুয়াশা হবে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া ও মুর্শিদাবাদে।


কলকাতায় সকালের দিকে সামান্য কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। দিনের বেলায় গরম বজায় থাকবে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৪ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি কলকাতায়।


নতুন করে আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে। জম্বু কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, এই রাজ্যগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।


এবারে দক্ষিণবঙ্গে গড় সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে গড় সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার ইঙ্গিত উত্তরবঙ্গের জেলাগুলিতে। মার্চ থেকে মে মাস এই তিন মাসের গড় তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে বাড়তে পারে বলেই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সর্বোচ্চ তাপমাত্রা দেশের মধ্যে ওড়িশা ও ছত্রিশগড়ে বাড়তে পারে বলে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর।