

উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় আজও হালকা বৃষ্টির সম্ভাবনা। সিকিম-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। ২৪ ঘন্টা পর থেকেও হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায়। বৃহস্পতি-শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা বেশি।


আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তাপমাত্রা ক্রমশ বাড়বে। দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার। সপ্তাহান্তে দিনের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় পারদ ছুঁতে পারে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে।


গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি ছিল। এবার থেকে ক্রমশ বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। আগামী তিন-চার দিনে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।


আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে । রাতের তাপমাত্রাও স্বাভাবিক। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.0 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯৮ শতাংশ।


উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে আরও কয়েকদিন। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, মেঘালয়,অসম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি তে।


পশ্চিমী ঝঞ্ঝা উত্তরপূর্ব ভারতের ওপর অবস্থান করছে। এর প্রভাবে সিকিম, অরুণাচল প্রদেশ, অসম,মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।


নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে এর প্রভাবে আজ জম্মু কাশ্মীর, লাদাখ ও মোজাফফরাবাদে প্রচুর বৃষ্টি হবে আগামী কয়েকদিন । জম্মু কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ সংলগ্ন পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু-কাশ্মীরে ঢুকবে মঙ্গলবার।