আজ বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলায় সম্ভাবনা বেশি। উপকূলের জেলা দুই মেদিনীপুর, হাওড়া, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশি। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। ক্রমশ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার ঝড়বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জেলায়।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রয়েছে ছত্তীসগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত৷ সেটি মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা হয়ে কর্ণাটকের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে৷ সেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
বুধ ও বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ বৃষ্টি ও শিলা বৃষ্টির আশঙ্কা। আগামী বুধ ও বৃহস্পতিবার মধ্যপ্রদেশ সহ মধ্য ভারতের বেশকিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টির আশঙ্কা মধ্যপ্রদেশ ছত্তীসগড় ও বিদর্ভে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাডু, পণ্ডীচেরিতে আগামী বুধবার পর্যন্ত আগামী তিনদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা৷