বাংলায় কড়া নাড়ছে বর্ষা। মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উইকেন্ডে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় বাংলায় বর্ষা। উত্তরবঙ্গে শুক্রবার এর মধ্যে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি আরো দুদিন। সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি। শনি-রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টি। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সর্তকতা। বৃষ্টি হবে উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতেও। মালদহ ও উত্তর-দক্ষিন দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।