বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের পরিস্থিতি। সোমবার তৈরি হতে পারে নিম্নচাপ। এর জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে ওড়িশায়। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রভাব পড়তে পারে আমাদের রাজ্যেও। ওড়িশা সংলগ্ন জেলা ও উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে।
2/ 8
বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে । উত্তরবঙ্গে আজ ও ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে রাজ্যজুড়ে।
3/ 8
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল বা সন্ধ্যের দিকে হালকা ঝড়-বৃষ্টির সামান্য সম্ভাবনাো রয়েছে। সকাল থেকেই আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়বে।
4/ 8
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী বেশি । বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৮৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নি কলকাতা শহরে।
5/ 8
আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। রাজ্যে বৃষ্টি বাড়তে পারে আগামী সপ্তাহে।
6/ 8
আগামী কয়েক দিনে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আবারো সক্রিয়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের প্রায় অধিকাংশ এলাকা অতিক্রম করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ।
7/ 8
আগামী দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও কিছুটা এগোবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অন্য অংশ মধ্য আরবসাগর এবং কর্ণাটক, তামিলনাড়ু, পন্ডিচেরি বেশ কিছুটা অংশে ঢুকে পড়েছে।
8/ 8
আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, রাজস্থানের কিছু অংশে। আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টি হতে পারে গুজরাত, মহারাষ্ট্র, অন্ধ, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ুতে।