স্বাভাবিকের নীচে সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল মাসে! গত কয়েকদিন তীব্র তাপদাহের পর এমনটাই আবহাওয়ার বদল হলো দক্ষিণবঙ্গে। স্বাভাবিকের থেকে ছয় সাত ডিগ্রি উপরে তাপমাত্রা চলছিল। সেখানেই দক্ষিণবঙ্গের তিন জেলা এবং উত্তরবঙ্গের এক জেলায় স্বাভাবিকের নিচে পারদ। তবে ৪০ ডিগ্রীর উপরে ও এদিন ছিল তিন জেলার তাপমাত্রা। উলুবেরিয়া বহরমপুর এবং আসানসোল। আর স্বাভাবিকের নিচে ছিল উত্তরবঙ্গের কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। এর মধ্যে পুরুলিয়াতে স্বাভাবিকের ৩.৫ ডিগ্রি সেলসিয়াস নীচে নেমে গেল পারদ!
শুক্রবার কলকাতার আলিপুরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সল্টলেক ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বারাকপুর ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদম ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওড়ার উলুবেড়িয়াতে আজ সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংএ সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই জেলারই ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।
পাশের জেলা পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আজ বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। এই জেলার সমুদ্র সৈকতের দিঘাতে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক এর থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বাঁকুড়া জেলায সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গেল। তাপমাত্রা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বীরভূমের শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।দক্ষিণবঙ্গের বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
পশ্চিম বর্ধমানের পানাগড় এলাকায় তাপমাত্রা পারদ ছুঁয়েছে ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াসে। এই জেলার আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। ঝাড়গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ৩.৫ ডিগ্রি সেলসিয়াস কম।
উত্তরবঙ্গের বাগডোগরাতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য জেলা দার্জিলিঙে আজ সর্বোচ্চ তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। দিনাজপুরের বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।