এই বৃষ্টি ঘাটতির ফলে সবথেকে বেশি সমস্যায় পড়বেন নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার পাট চাষীরা। পাট জলে পচানোর জন্য যে জলাশয় প্রয়োজন সেখানে জলের অভাব। ভারী বৃষ্টি না হওয়াতে জলাশয় গুলিতে জল শূন্য। আমন ধান রোয়ার মরসুম শুরু হচ্ছে। জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত আমন ধান রোয়ার কাজ করা হয়। আগে বীজতলা তৈরি করতে হয়। সেই বীজতলা তৈরি এবং রোয়ার কাজে প্রচুর জলের প্রয়োজন হয়। ভারী বৃষ্টি না হওয়ায় সমস্যা পড়েছেন কৃষকেরা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরাও।
উত্তরবঙ্গে আজ ও কাল হালকা বৃষ্টির সম্ভাবনা মূলত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে। শনি ও রবিবার হালকা মাঝারি বৃষ্টি অর্থাৎ বৃষ্টি একটু বাড়বে। সোমবার অর্থাৎ ১৮ জুলাই থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের শুরুতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি, উপরের দিকের এই পাঁচ জেলাতে। অর্থাৎ উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টি ফিরছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনাই দেখছেন না আবহাওয়াবিদরা। আগামী চার পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি মূলত পাসিং সাওয়ার হবে বলে জানালেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, মৎস্যজীবীদের জন্য একমাত্র সতর্কতা রয়েছে শুক্রবার পর্যন্ত। পশ্চিমবঙ্গের উপকূলে উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের সমুদ্র উত্তাল থাকবে ওড়িশা উপকূলে নিম্নচাপের প্রভাবে।