দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অনুকূল পরিবেশ রয়েছে। রবিবার নির্ধারিত সময়ের ৩দিন আগে ভারতের মূল ভূখণ্ড কেরালায় ঢুকে পড়েছে বর্ষা । কেরলে ভারতের মূল ভূখণ্ড হিসেবে বর্ষা প্রবেশের নির্ধারিত সূচি ১লা জুন। আগামী দুই-তিন দিনে কর্ণাটক এবং তামিলনাডুর কিছু অংশে ঢুকে পড়বে বর্ষা। আরব সাগরের আরও কিছু অংশে এবং দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের আরও বেশি অংশেই ঢুকবে বর্ষা।
চলতি সপ্তাহের মধ্যেই বর্ষা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর হয়ে উত্তর-পূর্ব ভারতে ঢুকে পড়তে পারে এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে বর্ষা ঢুকতে আরও ২-৩দিন লাগবে বলে জানিয়েছে মৌসম ভবন। যে গতিতে বর্ষা এগোচ্ছে, তাতে নতুন করে বাঁধা না হলে নির্ধারিত সময়ের আগেই এ বর্ষা ঢুকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।