আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে সামান্য ১.৮ মিলিমিটার।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ প্রবল বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কিছু অংশে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওপরের এই পাঁচ জেলায়। মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা কম। মূলত হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। বুধবার রাত থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হতে পারে বৃহস্পতিবার অর্থাৎ একুশে জুলাই। মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিও শুক্রবার। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
মৌসুমী অক্ষরেখা উত্তরে সরছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমির থেকে কোটা এবং গুনা হয়ে মধ্যপ্রদেশ ও বিদর্ভ এলাকায় নিম্নচাপের উপর বিস্তৃত হয়েছে। এরপর মৌসুমী অক্ষরেখা মধ্যপ্রদেশ পেরিয়ে পেনড্রা রোড এবং ওড়িশার বালাসোর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ওড়িশার নিম্নচাপ টি ক্রমশ ছত্রিশগড় হয়ে এই মুহূর্তে মধ্যপ্রদেশে অবস্থান করছে। দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব বিদর্ভ এলাকায় রয়েছে নিম্নচাপ। আরব সাগরের নিম্নচাপ ক্রমশক্তি হারাচ্ছে এই মুহূর্তে সেই নিম্নচাপ পশ্চিম মধ্য আরব সাগরে অবস্থান করছে।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখন পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং উত্তরপ্রদেশে। এরমধ্যে আজ ও কাল উত্তরাখন্ড ও হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা। মেঘ ভাঙা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আজ এবং আগামিকাল। অসম মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় সহ মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে। বৃষ্টি কিছুটা কমবে পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক কেরল মাহে এবং দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু তেলেঙ্গানা ইয়ানা ও পন্ডিচেরিতে দু-এক পশলা ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে।