

চৈত্রের প্রবল দাবদাহে নাজেহাল রাজ্যবাসী৷ তার মধ্যেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার সন্ধে থেকে রাতের মধ্যে কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়া হাওয়া বইতে পারে৷


হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধে ৬.৪৫ থেকে দু'- তিন ঘণ্টার মধ্যে কলকাতার বেশ এলাকায় ব্রজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ এর পাশাপাশি হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে৷


একই ভাবে সন্ধে ৬.৩০ থেকে দু' তিন ঘণ্টার মধ্যে হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কিছু জায়গাতেও একই ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷


এর পাশাপাশি হুগলি এবং উত্তর চব্বিশ পরগণা জেলাতেও বিকেল ৫.৩০ থেকে পরবর্তী দু'- তিন ঘণ্টার মধ্যে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷