গরমে হাসফাস জীবন। চৈত্র মাসের রোদের তেজ। বৃষ্টি না হলেই নয়। কিন্তু কোথায় বৃষ্টি? কাঠ পোড়া রোদে তপ্ত সব কিছু। তবে এর মধ্যেই স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। photo source collected আগামী কাল থেকেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সেই সঙ্গে দুপুরের দিকে দমকা হাওয়া বইবে।photo source collected জানা গিয়েছে কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টি চলবে শনি-রবি বার পর্যন্ত। photo source collected এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। photo source collected নদিয়া এবং মেদিনীপুরেও তুমুল বৃষ্টির পূর্বাভাস। আজ বিকেলের পর থেকেই হালকা হাওয়া বইবে। photo source collected