

শীতকাল পাকাপাকি না-এলেও শীতের আমেজ যে অনুভূত হচ্ছে, তা নিয়ে মালুম হচ্ছে শহরবাসীর৷ বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে শীত নামক ঋতুটি বেশি দিন স্থায়ী হয় না৷ তাই যে কয়েকদিন শীত থাকে, চুটিয়ে উপভোগ করে নেয় দক্ষিণবঙ্গবাসী৷


এ হেন শীতকাল পাকাপাকি ভাবে না-পড়লেও শীতের আমেজ বেশ উপভোগ করছে রাজ্য৷ সকাল থেকেই বেশ একটা শুষ্ক আবহাওয়ার সঙ্গে শিরশিরে হাওয়া চলছে৷ চলতি সপ্তাহে বাড়বে শীতের আমেজ৷


আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আজ অর্থাত্ বুধবার আরও ১ ডিগ্রি নামল কলকাতার পারদ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.১ ডিগ্রি সেলসিয়াস৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রি হতে পারে৷


জম্মু-কাশ্মীর ও হিমাচলে তুষারপাতের জেরে উত্তর-পশ্চিম ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে৷ তাই সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে৷


তাপমাত্রা নামছে পশ্চিমের জেলার তাপমাত্রা৷ রাজ্যে ঢুকছে উত্তর-পশ্চিম ঠান্ডা হাওয়া৷ তারই জেরে তাপমাত্রা নামছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷